- সোমবার নভেম্বর ৯, ২০২০
Loading
কয়েকদিন আগে মহানগরীর বাসিন্দাদের কাছে অনুরোধ করে সবাইকে মাস্ক পড়ার কথা জানিয়েছিলেন পুর–প্রশাসক ফিরহাদ হাকিম। পাশাপাশি আর্জি রেখেছিলেন যাতে সবাই দূরত্ববিধি বজায় রাখে। কিন্তু তিলোত্তমার মানুষজন তা শুনল কই, তেমন কেউই মানছেন না দূরত্ববিধি, পরছেন না মাস্ক। এবার এই অভিযোগে কলকাতা পুলিশ ১২০০ মানুষকে আটক করলেন। লালবাজার সূত্রে খবর, এখনও পর্যন্ত ১২৭৮ জন মানুষকে আটক করা হয়েছে মাস্ক না পরা, এই অবস্থায় গাড়ি চালানো এবং রাস্তায় থুতু ফেলা–সহ নানা কারণে। পাশাপাশি আগামী ১৫ অগস্ট পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি রয়েছে। সঙ্গে জারি রয়েছে নাইট কার্ফু। এই বিধিনিষেধ লঙ্ঘনকারীদের জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, কলকাতা পুলিশ সম্প্রতি ৩৭ জনকে কোভিড–১৯ বিধি না মেনে পার্টি করার জন্যে গ্রেফতার করেছেন। করোনা সংক্রমণ ক্রমশই ওঠা-নামা করছে কলকাতায়। এই অবস্থায় করোনাভাইরাস বিধি মানছেন না বলেই অভিযোগ কলকাতা পুলিশের। এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে। তৃতীয় ঢেউ অক্টোবর মাসে চূড়ায় উঠতে পারে। তাই বিধিনিষেধের উপর জোর দিয়ে হাসপাতালে পরিকাঠামো বাড়ানো হচ্ছে।
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।