- বুধবার মার্চ ৩, ২০২১
Loading
ভয়াবহ পথ দুর্ঘটনায় একসঙ্গে প্রায় ১৫ জনের মৃত্যুর সাক্ষী থাকল মহারাষ্ট্র। দুর্ঘটনাটি ঘটেছে, রবিবার গভীর রাতে মহারাষ্ট্রের জলগাঁও জেলায় কিনগাঁও গ্রামে একটি মন্দিরের কাছে। সেখানে একটি যাত্রীবাহী গাড়ি উলটে গিয়ে মৃত্যু হয় অন্তত ১৫জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে সাতজন পুরুষ, ছয়জন মহিলা এবং দুজন শিশু ছিলেন। সঙ্গে আহত হয়েছেন বেশ কয়েকজনও। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনায় মৃত শ্রমিকরা সবাই আভোদা, কারহালা ও রাভের জেলা বাসিন্দা বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও স্থানীয়রা। ইতিমধ্যেই আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটার কারণ হিসেবে অনুমান করা হয়, তীব্র গতিতে চলছিল যাত্রীবাহী গাড়িটি, তার উপর অত্যাধিক যাত্রী থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালকটি। টাল সামলাতে না পেরে মুহূর্তে উলটে যায় ট্রাকটি।ট্রাকটিতে পেঁপে বোঝাই ছিল। উল্লেখ্য, ২০২০ সালে ওই রাজ্যে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৪৫২ জন।
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।