- বুধবার জুলাই ২১, ২০২১
Loading
জম্মু ও কাশ্মীরের ত্রালে এদিন সকালে এনকাউন্টারে খতম হলেন তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি। মৃত জঙ্গিদের মধ্যে একজনের নাম ওয়াকিল শাহ। কয়েকদিন আগেই এক বিজেপি নেতা রাকেশ পণ্ডিতকে খুন করার দায়ে ওয়াকিলকে সন্দেহ করা হয় বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার। এদিন অবন্তীপোরার ত্রালে নাগবেরান অঞ্চলে গভীর জঙ্গলে জঙ্গি এবং সেনার মধ্যে গুলির লড়াইতেই মারা যায় জঙ্গিরা। এর আগেও পুলওয়ামায় হিজবুল ‘হিট স্কোয়াডে’র দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছিল ভারতীয় জওয়ানদের তরফ থেকে। এই মাসে মোট ৮ জঙ্গিকে হত্যা করেছেন ভারতীয় সেনারা। পাশাপাশি গত এক মাসে কাশ্মীরে ৪ সাধারণ মানুষ, এক পুলিশকর্মীসহ তিনজন রাজনৈতিক কর্মীকে খুন করেছে জঙ্গিরা।
কাবুলে তালিবানি ক্ষমতা নিশ্চিত হতেই জইশ জঙ্গিদের গতিবিধি বেড়েছে কাশ্মীর উপত্যকায়। এমনকি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি তালিবানের কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করছে আফগানিস্তানে। যদিও তালিবানদের দাবি তাদের সঙ্গে কোনও জঙ্গি সংযোগ নেই। জানা গিয়েছে, জইশ কমান্ডর মুফতি আবদুল রউফ আজহার কান্দাহারে গিয়ে দেখা করেছেন তালিবানি নেতা মোল্লা ইয়াকুবের সঙ্গে। বর্তমানে তালিবান যতই বলুক তাদের সঙ্গে জঙ্গি যোগ নেই। কিন্তু এই বৈঠকে স্পষ্ট যে পাক জঙ্গির সঙ্গে কালিবানি সম্পর্ক বজায় রয়েছে।
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।