- বুধবার ফেব্রুয়ারী ৩, ২০২১
Loading
এবার সীমান্তের জমিতে যাওয়ার নিয়ম বদল করার অভিযোগ উঠেল সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে। আর সেই অভিযোগ ঘিরেই বিএসএফ এবং কৃষকদের মধ্যে বিবাদ বাঁধল বৃহস্পতিবার সকালে। ইতিমধ্যে এই অশান্তির জেরে বিএসএফ জওয়ানরা লাঠিচার্জ করেছেন বলে অভিযোগ। পালটা জওয়ানদের গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ কৃষকরা। রাজ্য সড়কও অবরোধ করেন তাঁরা। পরে বিশাল পুলিশবাহিনীর দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ৬ জন কৃষক জখম হয়েছেন। যাদের মধ্যে দু’জনকে সাঁদিখার দিয়াড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ফরাজিপাড়া ১ নম্বর ওপি দিয়ে প্রতিদিন প্রায় আড়াই হাজার কৃষক সীমান্তের মাঠে কাজ করতে যান, সেখানে যাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে।
সেই নিয়মে বলা রয়েছে জমির মালিকের নামে ১০-১৫ জন চাষির নাম নথিভুক্ত করে তবেই জমিতে যেতে পারেন ওই শ্রমিকরা। কিন্তু ওই শ্রমিকদের অভিযোগ, বিএসএফ জওয়ানরা প্রতিদিনই ওই নিয়ম পাল্টান। বিএসএফের দাবি, শুধুমাত্র মালিকের নামে নয়, প্রত্যেক শ্রমিকের পরিচয়পত্র জমা দিয়ে নাম এন্ট্রি করতে হবে। এই নিয়েই ধুন্ধুমার। কৃষকরা উল্টে দাবি করেন, একজনের নাম নথিভুক্ত করেই ১০-১২ জনকে জমিতে যেতে দিতে হবে, যা স্বাধীনতার পর থেকেই চলে আসছে। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএসএফের লাঠিচার্জের প্রতিবাদে কৃষকরা ক্ষুব্ধ হয়ে বিএসএফের গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে জলঙ্গীর ওসি উৎপল দাস গিয়ে কৃষকদের আশ্বাস দেন যে উদ্ভুত পরিস্থিতি নিয়ে ব্লক পর্যায়ে আলোচনায় মিটিয়ে নেওয়া হবে। ওই আশ্বাস পেয়ে কৃষকেরা অবরোধ তুলে নেন।
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।