- বৃহস্পতিবার মে ৬, ২০২১
Loading
সিয়াচেনে হিমবাহ ধসে গত রবিবারেই শহিদ হয়েছিলেন দুই ভারতীয় জওয়ান। এর মধ্যে আরও ৪ জনের আহত হওয়ার খবর মিলল। সূত্রের খবর, রবিবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে যাওয়ার প্রায় ৬ ঘণ্টা পর সন্ধে ৭টা নাগাদ তাঁদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। তবে এখনও আরও অনেক জওয়ান ও মাল বহনকারী হিমবাহ ধসে আটকে থাকতে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, শহিদ দুইজনের নাম প্রভজিৎ সিং ও অমরদীপ সিং, যারা পঞ্জাবের বাসিন্দা।
দক্ষিণ হিমবাহের সাব সেক্টর হানিফে ধস থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। এছাড়া এই ঘটনায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং নিহতদের পরিবার প্রতি ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত, কারাকোরাম পর্বতমালায় প্রায় ২০০০০ ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন হিমবাহ পৃথিবীর সর্বোচ্চ সেনা ক্ষেত্র। নিজের জীবন বাজি রেখে সেখানে ডিউটি করে চলেন সেনারা দেশরক্ষার খাতিরে।
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।