- মঙ্গলবার আগস্ট ১০, ২০২১
Loading
শান্তিনিকেতন থানার শুরুর গ্রামের বাসিন্দা ছবিরানী সরকার। প্রতিদিনের মত তিনি আজ সকালেও ৬:১০ থেকে ৬:১৫ নাগাদ বাড়ি থেকে ফুল তুলে মন্দিরে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ে দুজন দুষ্কৃতী বাইকে করে এসে গলার কাপড় সরিয়ে হার ছিনতাই করে চম্পট দিল। এরপর ছবিরানী সরকার চোর চোর বলে চিৎকার করলে প্রতিবেশীরা বাড়ি থেকে বেরিয়ে আসে। আর সেই মাত্রই হাতের নাগাল ছাড়া হয়ে যায় দুষ্কৃতীরা।
প্রতিবেশী মহুয়া সরকার জানান যে হয়তো প্রতিদিন কেউ ফলো করতো ছবিরানী সরকারকে । তাই তার আঁচলের কাপড় গলাতে জড়ানো থাকা সত্বেও দুষ্কৃতীরা হার ছিনতাই করে নিয়ে গেছে।
একই ঘটনা ঘটতে দেখা গেছে শান্তিনিকেতন থানার অন্তর্গত সায়রবীথি পার্ক সংলগ্ন তালতোর এলাকায়। সেখানেও একইভাবে একজনের হার ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ।
ইতিমধ্যে ওই দুই ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ । ঘটনার পর প্রাথমিক তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।