- সোমবার জানুয়ারী ১৮, ২০২১
Loading
নতুন আশা :সামান্য রদবদল হতে চলেছে রাজ্য মন্ত্রিসভায়। ফিরহাদ হাকিমকে পুর ও নগর উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দফতরের পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। পুর ও নগর উন্নয়ন দফতরের স্বাধীন প্রতিমন্ত্রী থেকে সরানো হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যকে।
সূত্রের খবর, নবান্নের তরফে আজই নির্দেশিকা জারি করা হতে পারে। অনুমোদনের জন্য রাজভবনে পাঠানো হচ্ছে ফাইল। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শেষেই মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এমন জল্পনা সম্প্রতি শোনা যাচ্ছিল রাজ্যের প্রশাসনিক মহলে। খবর, রাজ্যের বেশ কয়েকজন বর্ষীয়ান মন্ত্রীকে গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হতে পারে। যে মন্ত্রীদের নাম নিয়ে জল্পনা চলছে, তাঁরা ২০১১ সালের প্রথম থেকেই মমতার মন্ত্রিসভায় ছিলেন। তাঁদেরই কারও কারও ক্ষেত্রে সামান্য রদবদল হতে পারে মনে করছিল রাজনৈতিক মহল। বিশেষ করে আগামী পঞ্চায়েত ভোটের আগে সেই রদবদল প্রস্তুতি স্বরূপ ও ভাবা হচ্ছিল।
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।