- সোমবার নভেম্বর ৩০, ২০২০
Loading
করোনা ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার পরও কতজন আক্রান্ত বা অসুস্থ হয়েছেন তা জানার পরিকাঠামো এখনো করা নেই। বুধবার এমনটাই জানিয়েছে কেন্দ্র সরকার। বুধবার মামলার শুনানিতে কেন্দ্রের কাছে টিকাকরণ সংক্রান্ত বিশদ তথ্য জানতে চান কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, করোনার ভ্যাকসিন নেওয়ার পর টিকাপ্রাপকদের শারীরিক পরিস্থিতি সংক্রান্ত কোনও বিস্তারিত তথ্য নেই।
তবে অতিরিক্ত সলিসিটর দাবি করেছেন, এই তথ্য পেতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সমস্ত রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে, এমনকি টিকাকরণ পরবর্তী সমস্ত তথ্য যাতে বিশদে পাওয়া যায়, তার জন্য একটি গাইডলাইনও তৈরি করা হচ্ছে। যদিও মামলাকারীর তরফে দাবি করা হয়েছে ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকাদানে খামতি থেকে যাচ্ছে। এমনকী, গ্রামাঞ্চলে টেলিমেডিসিন পরিষেবাও সঠিকভাবে মিলছে না। উভয় পক্ষের সওয়াল জবাব শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের পর্যবেক্ষণ, টিকাকরণ প্রক্রিয়ার সঙ্গে লক্ষ লক্ষ মানুষ যুক্ত রয়েছেন। যদিও গোটা দেশে টিকাকরণ প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৬০ কোটির কাছাকাছি ডোজ প্রয়োগ করা হয়েছে। যার মধ্যে প্রায় সাড়ে ৪৬ কোটি মানুষ টিকার একটি ডোজ পেয়েছেন। দুটি ডোজ পেয়েছেন প্রায় সাড়ে ১৩ কোটি মানুষ।
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।