- মঙ্গলবার জুলাই ২৭, ২০২১
Loading
রাতারাতি উঠে এল চাঞ্চল্যকর তথ্য, জানা গেল করোনা তারাতে গেলে নাকি মিশ্র টিকাই বেশি কার্যকর হবে জানিয়েছেন, খোদ আইসিএমআর। সম্প্রতি, করোনা রুখতে মিশ্র টিকার কার্যকারিতার একটি ট্রায়াল শুরু করেছিল ওই গবেষণা সংস্থাটি। সেই ট্রায়ালের ফলপ্রকাশের পর তাঁরা জানিয়েছেন, কোভ্যাকসিন এবং কোভিশিল্ডের মিশ্র টিকার সমীক্ষায় ভাল ফল মিলেছে। এই মিশ্র টিকা নিরাপদের পাশাপাশি করোনার বিরুদ্ধে বাড়তি কার্যকরীও। আর মিশ্র প্রক্রিয়া খানিকটা এরকম হবে, কোভিশিল্ডের প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিন (Covaxin)।
কিংবা প্রথম ডোজ কোভ্যাক্সিনের সঙ্গে দ্বিতীয় ডোজ কোভিশিল্ড। আর এই তথ্য সামনে আসার পরই অনেকে মিশ্র টিকা নেওয়ার কথা ভাবছেন। ICMR-এর দাবি, অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিনের সঙ্গে ইনঅ্যাক্টিভেটেড হোল ভাইরাসের টিকার ককটেল শুধু নিরাপদই নয়। অনেক বেশি সুরক্ষিতও।এদিকে, আইসিএমআর এদিন জানিয়েছেন, করোনার অত্যাধুনিক ডেল্টা এবং ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কোভ্যাকসিন এবং কোভিশিল্ড, ভারতের দুটি টিকাই কার্যকরী। তবে, ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে বেশি কার্যকরী কোভিশিল্ড এবং ডেল্টা প্লাস স্ট্রেনের সঙ্গে বেশি কার্যকরী কোভ্যাকসিন।
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।