- মঙ্গলবার জানুয়ারী ১৯, ২০২১
Loading
লোকালয়ে এক হাতি ঢুকে পড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল এক রিসর্টের কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ু নীলগিরি জেলার মাসিনাগুড়ির একটু রিসর্টে। বনদফতর সূত্রের খবর, একটি পূর্ণবয়স্ক দাঁতাল ওই রিসর্টে খাবারের খোঁজে হঠাৎই ঢুকে পড়লে হাতিটিকে লক্ষ্য করে জ্বলন্ত টায়ার ছুঁড়ে মারেন ওই রিসর্টেরই একটি কর্মী। প্রথমে টায়ারটি হাতির মাথার ঠিক উপরে আটকে যাওয়ায় আহত হাতিটি চিৎকার করতে করতে দৌড়তে থাকে।
খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম অবস্থায় হাতিটিকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। হাতিটির কান দিয়ে রক্ত গড়াচ্ছিল তবুও তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি বলে জানিয়েছেন বন দফতরের এক কর্মী। এর পরই একটি বিশেষ দল গঠন করে তদন্তে নামে বন দফতর। রিসর্টের মালিক ও অভিযুক্তকর্মীকে গ্রেফতার করেন তদন্তকারীরা। আটক করা হয় আরও দুই ব্যক্তিকে। রিসর্টের মালিক এবং ওই কর্মীর ফোন থেকে হাতিকে জ্বলন্ত টায়ার ছুঁড়ে মারার ভিডিও ফুটেজ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রিসর্টের কর্মীরা হাতিটিকে ভয় দেখানোর চেষ্টা করছিলেন। তারপরই এই কান্ডটি করেন তাঁরা।
Barbaric act in Nilgiris, Tamilnadu. An elephant was attacked with a burning tyre, in a private resort, killing the animal. Hope the guilty are punished for this inhumane act of violence. #WA #EveryLifeMatters #SaveWildlife pic.twitter.com/iLJn2yxgdq
— Praveen Angusamy, IFS 🐾 (@PraveenIFShere) January 22, 2021
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।