- বৃহস্পতিবার এপ্রিল ২২, ২০২১
Loading
গ্রামে ঠিকমতো টিকাকরণ হলে তবেই লোকাল ট্রেন চলবে, বুধবার স্পষ্টই এই কথাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাততঃ আগামী ৩১ অগস্ট পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন বন্ধ থাকছে। ট্রেন চালুর প্রসঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘কলকাতা ও তাঁর আশেপাশের এলাকায় টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে। এবার গ্রামীণ এলাকাতেও ভ্যাকসিন দেওয়া নিয়ে জোর দেওয়া হচ্ছে। গ্রামীণ এলাকায় ৫০ শতাংশের উপর টিকা দেওয়া না হলে লোকাল ট্রেন চালু করা যাবে না। তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্তের আশঙ্কার কথা ভেবেই লোকাল ট্রেন চালু করার বিষয়ে আমরা অপেক্ষা করছি। কারণ, বাবা মা আক্রান্ত হলে পরিবারের অন্যান্য সন্তানরাও আক্রান্ত হতে পারেন।’ তাই সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সাধারণ মানুষের কষ্ট হলেও আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।
উল্লেখ্য, এখন কলকাতা ও হাওড়া ডিভিশনে সাধারণ মানুষের জন্য ট্রেন চালু করা না হলেও বিশেষ পেশাভুক্ত ব্যক্তিদের জন্য কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।