- রবিবার ডিসেম্বর ২০, ২০২০
Loading
পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইঞার পর এবার ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলায় ডাক পড়ল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। সোমবারই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য তলব দিয়েছে সিবিআই। সেইসঙ্গে বিধায়কপুত্র স্বরূপ মিত্রকেও সমন পাঠিযেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করার জন্য হাজিরা দিতে বলা হয়েছে। চলতি মাসের প্রথম দিকে আইকোর চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছিল। কিন্তু ভবানীপুরে তিনি না আসতে পারায় তদন্তকারীরা তাঁর অফিস বা বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইঞাকেও একইভাবে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন তাঁর কার্যালয়ে গিয়ে। এরপর একই চিটফান্ড মামলায় এবার মদন মিত্র ও তাঁর ছেলেকে ডেকে পাঠানো হল। শোনা গিয়েছে, আইকোর মামলায় অর্থ লেনদেন নিয়ে তাঁদের প্রশ্ন করা হতে পারে। সংস্থায় তাঁদের ভূমিকা কী ছিল, সেই বিষয়েও জানতে চাইতে পারেন তদন্তকারীরা। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে ফের তলব করেছে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।