- বুধবার জুলাই ২৯, ২০২০
Loading
নতুন আশা :শিলিগুড়ি: পুরভোটে জিতে শিলিগুড়িতে বোর্ড গঠন করেছে তৃণমূল। মেয়র পদে অধিষ্ঠিত হয়েছেন গৌতম দেব। এবারে মেয়র পারিষদ ও ডেপুটি মেয়রের নাম সহ ৫ জন বরো চেয়ারম্যানদের নাম ঘোষণা করলেন মেয়র। আগামী ৪ মার্চ শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে ডেপুটি মেয়র সহ মেয়র পারিষদদের শপথ গ্রহণ। সোমবার কলকাতা থেকে মেয়র পারিষদ ও ডেপুটি মেয়রের নাম সহ ৫ জন বরো চেয়ারম্যানদের নাম প্রকাশিত হয়। বুধবার পুরনিগমে তাদের নাম ঘোষণা করলেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, নিয়ম অনুযায়ী মেয়র ও চেয়ারম্যান নির্বাচিত হন। বাকি মেয়র পারিষদদের নাম ঠিক করেন মেয়র। সেই অনুযায়ী রাজ্যে নাম পাঠানোর পর নামগুলো রাজ্যের তরফে প্রকাশিত হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি হলেন মেয়র রঞ্জন সরকার। পাশাপাশি ৯ পারিষদ সদস্যদের নাম হল-
১) দুলাল দত্ত
২) রামভজন মাহাতো
৩) কমল আগরওয়াল
৪) মানিক দে
৫) শ্রাবণী দত্ত
৬) সিক্তা বসু রায়
৭) মুন্না প্রসাদ
৮) দিলীপ বর্মন
৯) শোভা সুব্বা
বরো চেয়ারম্যানদের নাম-
১) গার্গী চট্টোপাধ্যায়
২) আলম খান
৩) মিলি সিনহা
৪) জয়ন্ত সাহা
৫) প্রীতিকণা বিশ্বাস
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।