- সোমবার অক্টোবর ১২, ২০২০
Loading
এবার কলকাতার পথে নামলো অ্যাপ ক্যাব ‘RYDE’। নয়া এই অ্যাপ ক্যাব পরিষেবায় কোনও বাড়তি ভাড়া গুনতে হবে না যাত্রীদের। যেকোনও সময় পরিষেবার পাশাপাশি থাকবে সারাদিন একই ভাড়া। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার হাজারটি গাড়ি দিয়ে এই পরিষেবা শুরু করা হয়েছে। আপাতত কলকাতার মধ্যেই এই গাড়ির পরিষেবা চালু করা হয়েছে, কিন্তু পুজোর আগেই গাড়ির সংখ্যা বাড়িয়ে শহরতলী ছাড়িয়ে নিকটবর্তী জেলাতেও পরিষেবা বাড়ানোর পরিকল্পনা রয়েছে অ্যাপ ক্যাব সংস্থার। এছাড়া রাতের শহরে মহিলাদের নিরাপত্তার জন্যে ১৬ জন মহিলা চালককেও নিয়োগ করা হয়েছে।
দু’রকম ভাবে গাড়ি বুক করতে হবে, গুগল প্লে স্টোর থেকে তাদের অ্যাপ ইন্সটল করে সেখান থেকে সরাসরি গাড়ি বুক করা যাবে। আরেকটি উপায় হল প্রত্যেকদিন ২৪ ঘন্টা ব্যাপি একটি টোল ফ্রি নম্বরে গাড়ি বুক করা যাবে। গাড়ি বুক করার নম্বরটি হল ৯৮৩৬১১১২২২। প্রতি কিলোমিটার অন্তর ১৫ টাকা করে ভাড়া ধার্য করা হয়েছে, এমনকি ৩৫ টাকা বেস প্রাইজ হিসেবে ধার্য করা হয়েছে। অর্থাৎ গাড়িতে উঠলেই যাত্রীকে ৩৫ টাকা দিতে হবে। তারপর থেকে প্রতি কিলোমিটার অন্তর ১৫ টাকা করে যোগ হতে থাকবে। এই পরিষেবা যেকোনও সময় যেকোনও আবহে অপরিবর্তিত থাকবে। একইসঙ্গে গাড়িতে যাত্রীদের জন্য এসি পরিষেবাও বাধ্যতামূলক করা হয়েছে।
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।