- বৃহস্পতিবার ফেব্রুয়ারী ৪, ২০২১
Loading
নিজস্ব সংবাদদাতা :সুজিত বোস তৃণমূল কংগ্রেসের নেতা ,তবে তিনি নিজেকে নেতা বলে মনে করেন না ,তিনি নিজেকে মনে করেন একজন সাধারন মানুষ এবং মানুষের সেবক তার বিভিন্ন কার্যকলাপ এর মাধ্যমেই তা প্রকাশ পায় করণা কাল থেকে শুরু করে যেকোনো সমস্যায় তিনি সকলের সামনে ঝাঁপিয়ে পড়েন এমনও দেখেছি যে দু-দুবার করণা আক্রান্ত হওয়া সত্ত্বেও সুস্থ হতেই আবার মানুষের সঙ্গে কাজে নেমে পড়েছেন ,তিনি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত দমকল মন্ত্রী ,রোজকার মতো নিজের দায়িত্ব শেষ করে আবার বসে পড়েন নিজের বাড়িতে এবং রাত্রি একটা পর্যন্ত চলে মানুষের সেবা বিভিন্ন মানুষ নিজেদের সমস্যা নিয়ে তার বাড়িতে উপস্থিত হন ,এবং একের পর এক সকলের সমস্যার সমাধান করেন সেই জন্যই তাকে মানুষ এত ভালবাসে ,তারই একটা প্রকৃত প্রমাণ পাওয়া গেল ষত্ব বিধান নগরে করোনায় মৃত্যু হওয়া মানুষজনদের পরিবারের পাশে দাঁড়ান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তিনি সকলকে 50 হাজার টাকা করে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন,এরপরে বিভিন্ন মানুষজন তাদের এই অসময়ে 50000 টাকা পাওয়ায় খুব খুশি এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সৈনিক শ্রী সুজিত বোস মহাশয় দুহাত তুলে আশীর্বাদ করেন .
মন্তব্য:
মন্তব্য বন্ধ আছে।